শিশু মনের অবসাদ ডেকে আনে হৃদরোগ
ছোটবেলার মানসিক অবসাদই হতে পারে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কারণ৷ সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য৷ গবেষকেরা জানিয়েছেন শিশুবয়স থেকে অবসাদের কারণেই ওবেসিটি, ধূমপান, নিষ্ক্রিয়তা ইত্যাদির প্রবণতা লক্ষ্য করা যায়৷ আর এই প্রবণতাগুলিই বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃদরোগের মূল কারণ হয়ে দাঁড়ায়৷ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোনাথান রোটেনবার্গ এবং তার সহকর্মীরা এক গবেষণার মাধ্যমে এটি প্রমাণ করেছেন৷ রোটেনবার্গ জানিয়েছেন, তারা বেশ কিছু অভিভাবকের শারীরিক...
Posted Under : Health News
Viewed#: 34
See details.

